রুয়েটে ডুয়েটের বাজিমাত
দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত প্রথম কনস্ট্রাকশন কার্নিভাল অনুষ্ঠানে বাজিমাত করলো ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত দুই দিনব্যাপী কনস্ট্রাকশন কার্নিভালে ওয়ার্কশপ, ক্যাড এক্সপার্ট কনটেস্ট, রেন্ডার র্যামপেজ, মেকামাইন্ড, আইডিয়া কনটেস্ট, পোস্টার প্রেজেন্টেশন, স্মার্ট ম্যানেজমেন্ট মাইস্ট্রো, অর্চি ক্যাপচারসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়গুলোর সিভিল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এবং আর্কিটেকচার অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন।
রুয়েটের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শুক্রবার বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রতিযোগিতায় আলাদা আলাদা চারটি বিভাগে মোট পাঁচটি পুরষ্কার জয় করেছে ডুয়েটের প্রতিযোগীরা। এর মধ্যে ক্যাড এক্সপার্ট এ চ্যাম্পিয়ন হয়েছেন ডুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাকির হোসাইন।
একইসঙ্গে পোস্টার প্রেজেন্টেশনে প্রথম রানার্সআপ হয়েছে ডুয়েটের স্পেস মেকার টিম এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন ডুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফারুক। স্পেস মেকার টিম সদস্যরা হলেন ডুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাকির হোসেন ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাবিব আদনান।
রেন্ডার র্যাম্পেজে দ্বিতীয় দ্বিতীয় রানার্স আপ হয়েছে ভিজ মাস্টার টিম। এই দলে চ্যাম্পিয়ন জাকির হোসেনের সঙ্গী ছিলেন মোমিনুল ইসলাম। পাশপাশি প্রথম বর্ষের আরিফুল হক নাহিদ প্রথম রানার্সআপ হয়েছেন। এছাড়াও ক্যাড এক্সপার্ট-এ দ্বিতীয় রানার্স আপ হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফারুক।
প্রসঙ্গত, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কার্নিভালে রুয়েট, বুয়েট, কুয়েট, ডুয়েট, আইইউটি, পাবিপ্রবি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক গবেষক ও শিক্ষার্থী অংশ নেয়।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে বিইসিএম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রবিউল আওয়ালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েট ভিসি ড. মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা, হাউস অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক আশরাফুল আলম, ফরিদপুর রিভার রিসার্চ ইনস্টিটিউট পরিচালক পিন্টু কানুনগোয়, রুয়েট পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন। এতে বিভিন্ন অনুষদের ডিন, সব পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।







